উলিপুরে এক আ’লীগ নেতা গ্রেপ্তার
আব্দুল মালেক:
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ধামশ্রেনী ইউনিয়নের খেয়াঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম সিদ্দিকুর রহমান লালন(৩০), তিনি ধামশ্রেনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগ নেতা লালন ওই ইউনিয়নের ভদ্রপাড়া এলাকার নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।









Chief Editor-Dipali Rani Roy