শিরোনাম
রাজশাহীকে ৮০ রানে গুটিয়ে বিশাল জয় চিটাগংয়ের

বিপিএলে ঢাকা ও সিলেট পর্বে দুর্দান্ত খেলেছিল চিটাগং কিংস। তবে নিজেদের ঘরের মাঠে অর্থাৎ চট্টগ্রাম পর্বে এসে হতাশ করে তারা। টানা দুই ম্যাচ হারার পর অবশেষে রাজশাহীকে হারিয়ে জয়ের ধারায় ফিরলো চিটাগং কিংস। আজ (২০ জানুয়ারি) ১১১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।-খবর তোলপাড়।
এদিন চিটাগংয়ের দেওয়া ১৯২ রানের বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকছিল রাজশাহী। ২০ রানে ৩টি আর ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি। এনামুল হক বিজয়ের ২১ বলে ২১ আর আকবর আলির ১৩ বলে ১০ ছাড়া আর কোনো ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি।
চিটাগংয়ের হয়ে শরিফুল ইসলাম ১০ রানে আর নাইম ইসলাম ৬ রান দিয়ে নেন দুটি করে উইকেট।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর