৫০০ বিলিয়ন ডলারের ‘এআই প্রকল্প’ ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা এমন একটি সময়ে প্রবেশ করছি, যখন আমাদের দেশে অভূতপূর্ব মাত্রার বিনিয়োগ আসছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম পূর্ণ কর্মদিবসে ট্রাম্প এসব কথা বলেন।-খবর তোলপাড়।
তিনি জানান, ওপেনএআই, সফটব্যাঙ্ক এবং ওরাকল একত্রিত হয়ে ‘স্টারগেট’ নামে একটি নতুন উদ্যোগ চালু করবে।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘এটি প্রতিভা এবং অর্থের একটি বিশাল সংমিশ্রণ। এই বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো স্টারগেট নামে একটি নতুন আমেরিকান কোম্পানি তৈরি করতে যাচ্ছে। যা যুক্তরাষ্ট্রে AI অবকাঠামোতে অন্তত ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং এর মাধ্যমে ১,০০,০০০-এরও বেশি নতুন আমেরিকান কর্মসংস্থান সৃষ্টি করবে’।
মার্কিন প্রেসিডেন্ট জানান যে, তিনি ‘জরুরি আদেশের মাধ্যমে এই প্রকল্পকে উল্লেখযোগ্যভাবে সাহায্য করবেন’। সূত্র: আনাদোলু