শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

অপরাধ স্বীকার করল সাইফের হামলাকারী

রিপোর্টারের নাম / ৪৪ টাইম ভিউ
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত। জানা গেছে, হামলাকারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। অভিযুক্ত সেই হামলাকারীর নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ চালিয়েছে মুম্বাই পুলিশ। অবশেষে জেরার মুখে মুখ খুলেছে বলিউডের নবাবকে হামলাকারী। স্বীকার করলেন নিজের অপরাধ।-বিনোদন তোলপাড়।

জেরার মুখে শরিফুল জানিয়েছেন, তিনি পতৌদি প্যালেস সম্বন্ধে একেবারেই ওয়াকিবহাল ছিলেন না। জানতেন না, সাইফের বাড়িতে চুরি করতে ঢুকেছেন। এমনকি, অভিনেতাকে পর্যন্ত চিনতেন না। পরে জানতে পারেন, যাকে আক্রমণ করেছিলেন তিনি সাইফ আলী খান।

জানা যায়, গত ১৬ জানুয়ারি রাত ১টা ৩৭ মিনিট নাগাদ অভিনেতার বাড়িতে ঢোকে হামলাকারী। হামলার পর থেকেই গা ঢাকা দেয়। পুলিশের হাত থেকে বাঁচতে একাধিকবার নামবদল করে। অবশেষে গোপনসূত্রে পুলিশ খবর পায় ‘ছোটো নবাবে’র বান্দ্রার বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে থানের হীরানন্দানি এস্টেটের কাসারভাদাভালিতে রয়েছে মোহাম্মদ সরিফুল ইসলাম শেহজাদ।

একজন ঠিকাদারের মাধ্যমে জানা যায় জঙ্গলে গা ঢাকা দিয়েছে। তাৎক্ষনিক অন্তত ১০০ জন পুলিশকর্মী সেখানে পৌঁছায়। গোটা এলাকা ঘিরে ফেলে প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চালানো হয়। তারপর গ্রেপ্তার করা হয় তাকে।

এদিকে, অভিযুক্তকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর পাশাপাশি ঘটনা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সেজন্য আক্রমণকারীকে ফের সাইফের বাড়িতে ফের নিয়ে যাবে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর