রবিবার, ১৫ জুন ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

পারিশ্রমিক না পাওয়ায় রাজশাহীর হয়ে খেলবেনা কোনো বিদেশি

রিপোর্টারের নাম / ১০৮ টাইম ভিউ
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

চলমান বিপিএলে একের পর এক অপেশাদার আচরণ করে যাচ্ছে দুর্বার রাজশাহী। তবে এবার যেন সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেল তারা। শুরু থেকেই ক্রিকেটারদের পারিশ্রমিক না দিয়ে সমালোচিত হওয়া এই ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা এবার ম্যাচ বয়কট করেছেন। ফলে আজকের ম্যাচে কোনো বিদেশি ক্রিকেটারকে ছাড়াই খেলছে রাজশাহী। -খবর তোলপাড়।

আজ দুপুর থেকেই গুঞ্জন ছিল, দলটির বিদেশি ক্রিকেটারদের ম্যাচ না খেলার হুমকি দিয়েছে। এর মধ্যে রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে বিকেলের দিকে মিরপুর মাঠে পৌঁছান দলটির ক্রিকেটাররা। তখনো তাদের সঙ্গে ছিলেন না কোনো বিদেশি ক্রিকেটার।

বিপিএলের বাইলজ অনুযায়ী, একটি ম্যাচে একটি দলের হয়ে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। সঙ্গে বাধ্যবাধকতা, সর্বনিম্ন দুজন বিদেশি এক ম্যাচে খেলাতেই হবে। তাহলে কিভাবে শুধু দেশিদের নিয়ে খেলবে রাজশাহী? এক্ষেত্রে অবশ্য বিসিবির বিশেষ ব্যবস্থার কথা শোনা যাচ্ছে।

কোনো বিদেশি ক্রিকেটার মাঠে না আসা প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু আজ মিরপুরে গণমাধ্যমকে বলেন, ‘দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটা এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর