মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
পুতিনের আদেশের বরখাস্তের কয়েক ঘন্টার মধ্যেই রুশ মন্ত্রীর আত্মহত্যা ভুঁইফুড় অনলাইনশপ ফেসবুক পেজ অনলাইন দিয়ে কেনাকাটায় প্রতারণার ফাঁদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভূক্তভোগীরা লালমনিরহাটে ক্লাসরুম থেকে দপ্তরির মরদেহ উদ্ধার জুলাই বিপ্লব: রংপুরে তিনজন সহ গেজেটে নাম নেই ২৩ জুলাই শহীদের চোখের জলে কাটে রাশমিকা মান্দানার ছুটির দিন সরাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, মসজিদের দ্বিতীয় তলা থেকে মরদেহ উদ্ধার বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ নড়াইলে স্ত্রীসহ ডাকাত সর্দার গ্রেফতার শ্রীবরদীতে বিএনপি’র আলোচনা সভা ও কমী সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম্য পুলিশের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

উইন্ডিজের কাছে হেরে টি-টোয়েন্টি সিরিজের শুরু মেয়েদের

রিপোর্টারের নাম / ৮৩ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে আসন্ন নারী বিশ্বকাপ ক্রিকেটে সরাসরি খেলার সুযোগ হারিয়েছিল বাংলাদেশ। এবার সেই হারের তালিকাটা আরেকটু লম্বা হল। আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানার জ্যোতিরা।

সেন্ট কিটসে আজ মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৪৪ রানের পুজ সংগ্রহ করে বাংলাদেশ, তবে ঘরের মাঠে সে লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ২ উেইকেট হারিয় জয়ের দেখা পায় ইন্ডিজ।-খবর তোলপাড়।

ওপেনিংয়ে নামা দিলারা আকতার আজ তেমন সুবিধা করতে পারেন নি। ৩য় ওভারের শুরুতে ১১ বলে ১২ রান করে ম্যাথিউসের বলে ফ্লেচারের হাতে তালুবন্ধি হন তিনি। ৭ ওভারে আবারো সাজঘরের তাড়া পড়ে বাংলাদেশ শিবিরে। ২১ বলে ২২ রান করে মাঠ ছাড়েন সোবহানা মোস্তারী। এরপরে দলের রানের খাতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেন মাঠে নামা শারমীন আক্তার।
বিজ্ঞাপন

শেষপর্যন্ত ৪১ বলে ৩৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। এরপর দলের হয়ে সবচেয়ে লম্বা ইনিংসটি খেলেন দলপতি নিগার সোলতানা জ্যোতি। ৪০ বলে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক নিগার। দারুণ এই ইনিংস দিয়ে ১০৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে অষ্টম ফিফটির দেখা পেলেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও এটি। তাতে নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রান সংগ্রহ করে টাইগ্রেসরা।

জবাবে ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৮ ওভারে ৬৩ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। শুরুতে মাঠে নামা কিয়ানা জোসেফ ২৯ (২১) ও অধিনায়ক হেইল ম্যাথুস নেন ৫৪ বলে ৬০ রান নিয়ে অপরাজিত থাকেন। ৮ম ও ৯ম ওভারে লেগ স্পিনার ফাহিমা খাতুন কিয়ানা ও শেমাইনে ক্যাম্পবেলকে ফিরিয়ে আশা জাগালেও শেষ রক্ষা হয়নি তাদের। ক্যাম্পবেল ফিরলে মাঠে নামা দিয়েন্দ্রা ডটিনের ২২ বলে ৫১ রানের জড়ো ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে স্বাগতিকরা। দারুণ এই ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতে। সিরিজের পরবর্তী ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে মাঠে নামবে দুই দল।
বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৪৪/৩ (২০ ওভারে) (নিগার ৫৩*, শারমিন ৩৭, সোবহানা ২২; ফ্রেজার ১/২৩)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৪৫/২ (১৬.৫ ওভারে) (ম্যাথুস ৬০*, ডটিন ৫১*, জোসেফ ২৯; ফাহিমা ২/১৫)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: দিয়েন্দ্রা ডটিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর