শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

ব্রিটিশ গায়িকা-অভিনেত্রী মারিয়ান ফেইথফুল আর নেই

রিপোর্টারের নাম / ৪৭ টাইম ভিউ
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লন্ডনে মারা যান তিনি, জানিয়েছেন তার মুখপাত্র। মৃত্যুকালে ষাটের দশকের এই জনপ্রিয় শিল্পীর বয়স হয়েছিলো ৭৮ বছর। ‘আ টিয়ার্স গো বাই’ গানের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিতি। ‘দ্য গার্লস অন আ মোটরসাইকেল’-এর মতো সিনেমাতেও দেখা গেছে তাঁকে।

বিবিসি জানিয়েছে, তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।-বিনোদন তোলপাড়।

মারিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করে তার মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। তাঁর পরিবার আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা মারিয়ানকে মিস করবেন।’

মারণব্যাধি ক্যান্সার ছাড়াও ফেইথফুল অতিরিক্ত ধূমাপানের কারণে কিছু রোগে ভুগছিলেন বলেও বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে ২০২০ সালে কোভিডে আক্রান্ত হয়ে টানা ২২ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সে সময় চিকিৎসকরা এই গায়িকার বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু ওই সময়ে সুস্থ হয়ে পরের বছর ২০২১ সালে তার ২১তম অ্যালবাম ‘সি ওয়াকস ইন বিউটি’ প্রকাশ করেন ফেইথফুল।

১৯৬৪ সালে গানের ক্যারিয়ার শুরু করেন মারিয়ান। প্রখ্যাত ব্যান্ড দ্য রোলিং স্টোনের ম্যানেজার অ্যান্ড্রু লুং ওল্ডহ্যাম তাকে খুঁজে পেয়েছিলেন। মারিয়ানের তুমুল জনপ্রিয় ‘আ টিয়ার্স গো বাই’ গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেই থ রিচার্ডসেরই লেখা। আলোচিত এ গানটি ছাড়া মারিয়ানের আরও দুটি আলোচিত গান হলো ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’ ও ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’। ষাটের দশকে মিক জ্যাগারের সঙ্গে মারিয়ানের প্রেমের সম্পর্কেও ছিলেন মারিয়ান।

উল্লেখ্য, ১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনের হ্যাম্পসটেডের জন্মগ্রহণ করেন মারিয়ান। ১৯৬৪ সালে দ্য রোলিং স্টোনের সঙ্গে কাজ করতে শুরু করেন। নিজের নামে তার প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে। সর্বশেষ ‘শি ওয়াকস ইন বিউটি’ মুক্তি পায় ২০২১ সালে।

১৯৬৭ সালে অন্তন চেখভের গল্প অবলম্বনে একটি মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় মারিয়ানের। তবে বড় পর্দায় তাকে আগেই দেখা গেছে। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া জঁ-লুক গদারের ‘মেড ইন ইউএসএস’ ছবির একটি একটি গানের দৃশ্যে হাজির হয়েছিলেন তিনি।

এছাড়াও ‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’ ছাড়াও ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।

১৯৬৫ সালে ম্যাক্সিকান-ব্রিটিশ শিল্পী জন ডানবারকে বিয়ে করেন মারিয়ান। সে সংসার টিকেছিল মোটে এক বছর। এরপর আরও দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিন্তু কোনবারই তার সংসার টেকেনি।

১৯৮১ একবার গ্র্যামি মনোনয়ন পেলেও পুরস্কার পাননি মারিয়ান ফেইথফুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর