গৃহযুদ্ধে কঙ্গোয় নিহত অন্তত ৭৭৩

রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীদের সাথে লড়াইয়ে গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় অন্তত ৭৭৩ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহের গৃহযুদ্ধে বৃহত্তম শহর গোমায় এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যু দেখলো মধ্য আফ্রিকার দেশটি।-খবর তোলপাড়।
রবিবার (২ ফেব্রুয়ারি) কঙ্গো কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার-ভিক্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
কঙ্গো সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া গতকাল রাজধানী কিনশাসায় এক ব্রিফিংয়ে বলেছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ বিদ্রোহীরা (এম২৩) জনগণকে গোমার রাস্তা পরিষ্কার করতে বলেছিল। সেখানে গণকবর থাকতে পারে।
খনিজ-সমৃদ্ধ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা ডিআর কঙ্গোর পূর্বে নিয়ন্ত্রণের জন্য প্রতিদ্বন্দ্বী শতাধিক সশস্ত্র গোষ্ঠী। যার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো এম২৩। জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে, প্রতিবেশী রুয়ান্ডা থেকে প্রায় ৪ হাজার সৈন্য তাদের সমর্থন করছে।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স-সহ পশ্চিমা শক্তির একাংশও কঙ্গোর সরকারকে উৎখাত করছে চাইছে বলে অভিযোগ। যদিও রুয়ান্ডা বরাবর ওই অভিযোগ অস্বীকার করে এসেছে।
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যেই দখলে নিয়েছে বিদ্রোহী বাহিনী। তাদের মোকাবেলায় বাড়তি সেনা পাঠাচ্ছে সরকার। ফলে গৃহযুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হবে এবং প্রাণহানি বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বিভিন্ন প্রতিবেদনে।