শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা নির্বাচনে সভাপতি জাহিদ, সম্পাদক বাবলু

রিপোর্টারের নাম / ৪৬ টাইম ভিউ
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদদাতা, রাজশাহী:

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নির্বাচন উপলক্ষে শনিবার দিনব্যাপি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বেলা ১২টা থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়।

‎নির্বাচনে দৈনিক নিখাদ খবরের রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসান ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজ পত্রিকার সম্পাদক আব্দুল মুবিন পেয়েছেন ৩ ভোট।

‎এদিকে সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সুপ্রভাত রাজশাহীর সম্পাদক ও প্রকাশক ফজলুল করিম বাবলু ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন সাপ্তাহিক গণদৃষ্টির সম্পাদক এ্যাডভোকেট শরিফুল ইসলাম বাবু। তিনি ভোট পেয়েছেন ১৮টি।

‎এছাড়া থানা পর্যায়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার ইউসুফ আলী চৌধুরী ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দি দৈনিক কালবেলা পত্রিকার চরঘাট প্রতিনিধি মিঠু রানা পেয়েছেন ২১ ভোট।

‎এছাড়াও বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মাই টিভির বিভাগীয় প্রতিনিধি ফায়সাল শাহরিয়ার অনতু ও দৈনিক যায়যায়দিন পত্রিকার চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক পদে দৈনিক নতুন প্রভাত পত্রিকার মফস্বল সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক পদে স্বদেশ বাণী ডট কম ও দৈনিক জনতার রাজশাহী প্রতিনিধি কামরুজ্জামান বাদশা, অর্থ সম্পাদক পদে আরটিভি এর ক্যামেরা পার্সন রাজিব, দপ্তর, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে বাংলার জনতা পত্রিকার রাজশাহী প্রতিনিধি রায়হান ইসলাম রনি, সমাজ কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাতক পদে দৈনিক নতুন প্রভাত প্রত্রিকার ক্রীড়া প্রতিবেদক আফরোজা খান হেলেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সানশান পত্রিকার স্টাফ রিপোর্টার আবু নুর মো: মুক্তার হোসেন, জনকল্যাণ ও মানবাধিকার সম্পাদক পদে চ্যানেল ফোর ও দেশ বাংলা পত্রিকার রাজশাহী প্রতিনিধি সৌমেন্দ্রনাথ মন্ডল, নির্বাহী সদস্য পদে বিজয় টিভির রাজশাহী প্রতিনিধি ফরহাদ হোসেন আদনান, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার ফটো সাংবাদিক ফয়সাল হোসেন, দেনিক ভোরের কাগজ ও নতুন প্রভাত পত্রিকার চারঘাট প্রতিনিধি মাইনুল হক সান্টু এবং দৈনিক সবুজ নিশান পত্রিকার মোহনপুর প্রতিনিধি মাজেদুর রহমান সবুজ।

‎নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৬২টি। এর মধ্যে ৬০টি ভোট কাস্ট হয়। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ৩টি ভোট এবং সভাপতি পদে একটি করে ভোট নষ্ট হয়। আর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে ভোট গ্রহন করেন কমিশনার শফি উদ্দীন আহম্মেদ, নির্বাচন কমিশনার সরকার শরিফুল ইসলাম, নির্বাচন কমিশনার রাজশাহী সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য।

‎সম্মেলনের পূর্বে ঐতিহাসিক ভূবন মোহন পার্ক হতে বর্ণাঢ্য র‌্যালী ও বেলুন সহ ফেষ্টুন উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল আলম, আহ্বায়ক সরকার শরিফুল ইসলাম, সদস্য সচিব দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, এটিএন বাংলা রাজশাহীর স্টাফ রিপোর্টার সুজা উদ্দীন ছোটন, চ্যানেল আই স্টাফ রিপোর্টার আবু সালেহ ফাত্তাহ্, বাংলাদেশ সাংবাদিক সংস্থার জয়পুরহাট জেলা শাখার সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজ এর রফিকুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সাজেদুর রহমান সাজু।

‎আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক আবু বকর সিদ্দিক, মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, এডভোকেট তৌফিক জাহেদী, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক সাইফুল ইসলাম হিরক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম ইমনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সেরা সংগঠক হিসেবে পুরস্কার লাভ করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর