হোয়াইটওয়াশ এড়াতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
মান বাঁচানোর মিশন বাংলাদেশের। হোয়াইটওয়াশ এড়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে শনিবার (২৫ মে) মাঠে নামবে বাংলাদেশ। হিউস্টনে রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।
সিরিজ শুরু আগেও যা ছিল অকল্পনীয়, তাই এখন বাস্তব। ক্রিকেট ইতিহাস আর ঐতিহ্যে যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা বাংলাদেশই এখন হোয়াইটওয়াশের শঙ্কায়।-খবর তোলপাড় ।
প্রথম দুই টি-টোয়েন্টিতে সব বিভাগেই মার্কিনীদের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিং। অচেনা কন্ডিশনেও চেনা লিটন-সৌম্য-শান্তরা। উইলো হাতে টাইগার ব্যাটারদের দূর্দশা থামছেই না। কাঠগড়ায় তাদের স্ট্রাইকরেটও।
দলে আসতে পারে একাধিক পরিবর্তন। একাদশে ফিরতে পারেন আফিফ হোসেন ধ্রুব। আরও একবার জায়গা হারাতে পারেন সৌম্য সরকার। সিরিজে প্রথমবার খেলতে পারেন স্পিনার তানভীর ইসলাম।
ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে এরই মধ্যে ইতিহাস লিখেছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো আইসিসির কোন পূর্ণ সদস্য দেশের বিপক্ষে নিশ্চিত করেছে সিরিজ জয়। এবার বাংলাদেশকে হোয়াইটওয়াশের পালা।