শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

প্রেমে ব্যর্থ, বিয়ে না করেই মা হতে চায় অভিনেত্রী

রিপোর্টারের নাম / ৪৫ টাইম ভিউ
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

বহুদিন আগেই টলিউড থেকে বলিউডে পাড়ি দিয়েছিলেন ওপার বাংলার সিনেমার জগতের পরিচিত মুখ টিনা দত্ত। ছিলেন ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’তে। এছাড়াও বিদ্যা বালান ও সাইফ আলি খানের সঙ্গে দেখা গিয়েছিল ‘পরিণীতা’তে। এছাড়াও হিন্দি ধারাবাহিকেও নজর কেড়েছিলেন অভিনেত্রী। –বিনোদন তোলপাড়।

এই অভিনেত্রী বিনোদন জগতে যেমন সাফল্য পেয়েছেন তেমনি বিতর্কও তার পিছু ছাড়ে নি। বয়স ৩৩ পেরিয়ে গেলেও বসেন নি বিয়ের পিঁড়িতে। বরং বিয়ে না করেই মা হওয়ার ইচ্ছা তার। ক্যারিয়ারে সাফল্য পেলেও, প্রেমজীবনে পান নি সুখের দেখা।

এক সাক্ষাৎকারে টিনা জানিয়েছিলেন, এক ব্যক্তির সঙ্গে প্রায় ৫ বছর ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু ওই ব্যক্তির কাছে নিগ্রহ হতেন অভিনেত্রী। তারপর এক সময় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। যে কারণে বর্তমানে যেকোনো সম্পর্কে জড়াতে ভয় পান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারোগেসি বা দত্তক নেওয়ার মাধ্যমে মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন টিনা। তিনি জানান, সারোগেসির মাধ্যমে সন্তান নিতে চান। এতে পরিবারও আপত্তি করবে না।

তার কথায়, আমি সুস্মিতা সেনের মতো মহিলাদের প্রশংসা করি। আমার বাবা-মা, একটি ছোট শহর এবং একটি নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবার থেকে আসা সত্ত্বেও, সবসময় প্রগতিশীল ছিলেন। আমি সারোগেসি বা দত্তকের মাধ্যমে সন্তান নিতে চাইলেও, তারা কখনও আমার বিরোধিতা করবেন না। আমি যদি মনে করি, নিজের এবং আমার পরিবারের যত্ন নেওয়ার পাশাপাশি, একটি শিশুরও যত্ন নিতে পারব তাহলে বাবা-মা সমর্থন করবেন। সেই দায়িত্বের জন্য স্বামীর উপর নির্ভর করার কোনও দরকার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর