শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

লামায় অপহৃত সাত শ্রমিক মুক্ত

রিপোর্টারের নাম / ৫১ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫


সংবাদদাতা, বান্দরবান:

বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে অপহৃত সাত শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সরই ইউনিয়নের লুলাইং এলাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

মুক্তি পাওয়া শ্রমিকরা হলেন— মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়ি চালক মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা এখনো যায়নি।

লামা উপজেলা সরই ইউনিয়নে কেয়াজু পাড়ার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপহরণ থেকে ছাড়া পাওয়া সাত শ্রমিককে বাগান মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছে।

উল্লেখ্য, গত শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে লামা উপজেলার লুলাইং আমবাগান এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের উদ্ধার অভিযানে নামে পুলিশ ও সেনা সদস্যের যৌথ বাহিনীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর