ইএফটিতে মাদরাসা শিক্ষকদের বেতন, হালনাগাদ তথ্য না পাঠালে আবেদন বাতিল

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরাকরি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে।
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন-ভাতা ও অবসর সুবিধা দেয়ার জন্য হালনাগাদ তথ্য না দিলে এমপিও আবেদন বাতিল করা হবে। চলতি বছরের মার্চ মাস থেকে এমপিও আবেদন করতে যাওয়া শিক্ষক-কর্মচারীদের এমন নির্দেশনা দেয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি সব মাদরাসা প্রধানকে পাঠানো হয়েছে।-খবর তোলপাড়।
এক্ষেত্রে ব্যাংকের নাম, ব্যাংক হিসাবের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বরসহ আরো গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে।
বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরাকরি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষক-কর্মচারীদের এমপিও ইএফটির মাধ্যমে দেয়ার জন্য উল্লিখিত তথ্য আবশ্যিকভাবে হালনাগাদ করা প্রয়োজন।
উল্লেখ্য, আগামী মার্চ মাস থেকে যে সব শিক্ষক-কর্মচারী নতুন এমপিও আবেদন করবেন তারা অবশ্যই এই তথ্য হালনাগাদ করে আবেদন করবেন অন্যথায় এমপিও আবেদন বাতিল করে ফেরত দেয়া হবে।
যেসব তথ্য লাগবে
জাতীয় পরিচয়পত্র অনুসারে আবেদনকারীর নাম-বাংলা ও ইংরেজিতে, বাবার নাম-বাংলা ও ইংরেজিতে, মাতার নাম-বাংলা ও ইংরেজিতে, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, পদ ও পদবি, বেতন কোড, ছবি, যোগদানের তারিখ, ব্যাংকের তথ্য ব্যাংকের নাম, ব্যাংক হিসাবের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর।
এমন পরিস্থিতিতে, এই তথ্য হালনাগাদ করে নতুন এমপিও আবেদন অধিদপ্তরের মেমিস সার্ভারে পাঠানোর জন্য বলা হলো বলেও চিঠিতে বলা হয়।