‘এক বক্তব্যে গদি শেষ, এক লাইভে বাড়ি’

বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তিনি স্ট্যাটাসে লেখেন, “এক বক্তব্যে গদি শেষ, এক লাইভে বাড়ি শেষ…”
বুধবার (৫ ফেব্রুয়ারি) তার এই মন্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেকে মনে করছেন, এটি সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও সরকারবিরোধী আন্দোলনের প্রতিফলন। –খবর তোলপাড়।
এর আগে, আরেকটি স্ট্যাটাস দেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। সেখানে তিনি লেখেন, ‘১৬ বছরের ফ্যাসিবাদ নির্যাতন গুম খুনের পরে ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যাবার পর লাইভে এসে এখনো দেশকে অস্থিতিশীল করার পায়তারা দেশের জনগণ কখনো মানবে না। তারই বাস্তব প্রমাণ আজকের ৩২ নম্বর।’
আজ বৃহস্পতিবার সকালে আরেকটি স্ট্যাটাস দেন তিনি। ফেসবুকে লেখেন, ‘গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালানোর পরও কোন আত্নউপলব্ধি নাই। গণহত্যার বিচার দেখার জন্য সমগ্র জাতি অপেক্ষায় আছে।’
আরেক স্ট্যাটাসে গত রাতে ধানমন্ডি-৩২ নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙার ছবি সংযুক্ত করে লেখেন, ‘ধানমন্ডি-৩২, একটি ফ্যাসিস্টের পতন কতোটা ভয়ঙ্কর; আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।’
এর আগে, ধানমন্ডি-৩২ নম্বর বাড়ি ভাঙার একাধিক ভিডিও নিজের ভেরিফাইড পেজে আপলোড করেন বিএনপির এই নেত্রী।