উলিপুরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

আব্দুল মালেক :
“ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উলিপুর মহারাণী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, প্রধান শিক্ষক আনিছুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলায় ১১৫টি মাধ্যমিক স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা ৭টি ভ্যানুতে ব্যাট মিন্টন, ভলিবল, ক্রিকেট ও টেবিল টেনিস খেলায় অংশগ্রহণ করেন। বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন ধরনের পুরুস্কার বিতরণ করা হয়।