শিরোনাম
শুভেচ্ছা বার্তা:
পরিবর্তন হলো বিপিএল ফাইনালের সময়

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলের বাকি আর মাত্র এক ম্যাচ। আগামীকাল (৭ ফেব্রুয়ারি) ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের শিরোপা নির্ধারনী ম্যাচ দিয়ে শেষ হবে বিপিএলের এবারের আসর। এবার ফাইনালের আগের দিন ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।-খবর তোলপাড়।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে এক ঘণ্টা এগিয়ে ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
উল্লেখ্য, বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আগামীকাল নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে তারা। অন্যদিকে আগে একবার ফাইনালে উঠলেও কখনোই বিপিএল শিরোপা ছুঁয়ে দেখা হয়নি চিটাগাংয়ের। তাই চিটাগং কিংসের সামনে থাকবে প্রথমবারের মতো শিরোপা জেতার সুযোগ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর