বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দুঃস্থ পরিবাররের ৫শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজারহাট ইউএনও ‌‌’বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছে নেই’ জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬জুলাই রাষ্ট্রীয় শোক কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক খাদেমূল ইসলাম মন্ডলের ২৯তম মৃত্যুবার্ষিকী নিবন্ধনের তথ্যে ঘাটতি, প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ এনসিপিসহ ১৪৪ দল ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে কুড়িগ্রামে জানিয়েছে রুহুল কবির রিজভী শেষ মুহূর্তে আটকে গেল ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর ‘ভাটির দেশ হিসাবে তিস্তা নদীর ওপর আমাদের অধিকার আছে’-রাজারহাটে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে হিন্দুদের ভবিষ্যৎ! দাখিলের ফলাফলে উলিপুরের এক মাদ্রাসায় শতভাগ ফেল, হতাশ অভিভাবকরা
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

দালাই লামা সঠিক পথে ফিরবেন, বিশ্বাস চীনের

রিপোর্টারের নাম / ৭৭ টাইম ভিউ
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

তিব্বতের সর্বোচ্চ আধ্যাত্মিক গুরু দালাই লামা সঠিক পথে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছে চীন। সোমবার (১০ ফেব্রুয়ারি) একই বক্তব্যে তারা জানিয়েছে, নির্দিষ্ট শর্তসাপেক্ষে দালাই লামার ভবিষ্যত নিয়ে আলোচনার দ্বার উন্মুক্ত করবে তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স/তোলপাড় এ খবর জানিয়েছে।

নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, দেশ ভাঙার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিলে দালাই লামার ভবিষ্যত নিয়ে কথা বলতে আগ্রহী আছে বেইজিং। তিব্বত ও তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ বলে প্রকাশ্যে ঘোষণা করতে হবে দালাই লামার।

চীনের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ১৯৫৯ সালে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন তিব্বতি বুদ্ধধর্মের এই নেতা। তার পারিবারিক নাম তেনজিং গিয়াতসো। চলতি বছর তার বয়স ৯০ হতে চলেছে। মৃত্যুর আগে অন্তত হলেও তিনি দেশের মাটিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তার প্রেক্ষাপটেই চীনের এই বক্তব্য।

দালাই লামার বড় ভাই গিয়ালো থোনডাপের মৃত্যু নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কথার ডালপালা ছড়ালে ওপরের বক্তব্য দিয়েছেন গুয়ো জিয়াকুন। শনিবার ৯৭ বছর বয়সে ভারতের কালিম্পং শহরে নিজ বাসভবনে মারা যান তিনি। দেশ ছাড়ার পর তিব্বতের প্রবাসী সরকারের রাজনৈতিক নেতার দায়িত্বপ্রাপ্ত হন তিনি। তবে ২০১১ সালে স্বেচ্ছায় দায়িত্বে অব্যাহতি দেন।

দালাই লামার বয়স বৃদ্ধির সঙ্গে তার উত্তরসূরি মনোনয়নের বিষয়টিও অতীব জরুরি হয়ে পড়ছে। তিব্বতি বিশ্বাস অনুযায়ী, তেনজিং গিয়াতসোর মৃত্যুর পর তার পুনর্জন্ম হবে। প্রত্যেক দালাই লামা নিজের উত্তরসূরির বিষয়ে কিছু ইঙ্গিত দিয়ে যান। তবে এই উত্তরসূরি মনোনয়নের দায়িত্ব নেওয়ার জন্য গোঁ ধরে আছে বেইজিং।

এদিকে, উত্তরসূরির বিষয়ে জুলাই মাসে নিজের ৯০তম জন্মদিনে কথা বলবেন বলে জানিয়েছেন দালাই লামা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর