উলিপুরে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আব্দুল মালেক :
কুড়িগ্রামের উলিপুরে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে সংস্থার চত্বরে ৩ মাস মেয়াদি প্রশিক্ষন শেষে ১৯জন হতদরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। সংস্থার চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসের মাঠ কর্মকর্তা আতাউর রহমান, তবকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মন্ডল রাজা। তবকপুর যুব সংগঠনের সাধারণ সম্পাদক কলি রানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তবকপুর ইউপি সদস্য সুশান্ত মন্ডল, রফিকুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ এর প্রতিনিধি বুলেট মহন্ত, ইউনিয়ন যুবদলের সভাপতি ফজলুর রহমান সাজু, সংস্থার সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ আইয়ুব আলী, বজরা উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুজা মিয়া সরকার, উপকারভোগী নাসরিন বেগম, সাংবাদিক নুরবক্ত মিয়া প্রমুখ।
উল্লেখ্য, তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা (ফেডারেশন) ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে অদ্যবধি বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। এরমধ্যে হতদরিদ্র পরিবারের মাঝে হাঁস-মুরগি, গরু-ছাগল বিতরন ও গৃহহীন মানুষদের বাসস্থান নির্মান করে দেন।