শিরোনাম
শুভেচ্ছা বার্তা:
শীতের শেষে

নুর ই আল সাহাত চৌধুরী
শীতের শেষে ধুম পড়েছে আজ
কৃষি ক্ষেতে ওই
সকাল বেলা কৃষক চাষা
ছুটতে যেন মাঠে ওই ।
ধানের চারা রোপণ চলছে
সকাল থেকে বিকেল বেলা,
কৃষি ক্ষেতে ব্যস্ত সবাই
দিনের সারাটা বেলা।
ভোর হতে না হতেই
লাঙল কাঁধে নিয়ে ছুটছে যারা,
কত কষ্ট কত পরিশ্রম করে
ফলায় ফসল তারা।
কখনো কখনো সূর্যের নেই দেখা
তবুও তারা করে ক্ষেতে কাজ ,
চারিদিকে কুয়াশায় ঢাকা
তারা যে নেই সুখে আজ ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর