রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ মহারণ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে আজ (৮ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের আকর্ষণীয় এ ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলেরই। প্রথম লেগে বায়ার্নের মাঠ থেকে ২-২ গোলে ড্র নিয়ে বাড়ি ফিরেছে রিয়াল। নিজেদের মাঠে জিতলেই ফাইনাল খেলবে লস ব্ল্যাঙ্কোস খ্যাত দলটি। –খবর তোলপাড় ।
অন্যদিকে বায়ার্ন মিউনিখেরও একটা জয় হলেই হয়। চ্যাম্পিয়ন্স লিগে সাম্প্রতিক সময়ে বায়ার্ন মিউনিখের ফল ভালো নয় রিয়ালের বিপক্ষে। গত আট ম্যাচে রিয়ালকে হারাতে পারেনি বায়ার্ন। এর মধ্যে ছয় ম্যাচেই জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দুই ম্যাচ ড্র হয়েছে।
রিয়াল মাদ্রিদের মাঠে গত সাত ম্যাচে একটাও জয় পায়নি বায়ার্ন মিউনিখ। এর মধ্যে হেরেছে ছয়টিতে। এমন দারুণ রেকর্ড নিয়েই আজ নিজেদের মাঠে বায়ার্নের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। তারা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ এ আসরে ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে।