ফের আইপিএলের সূচি পরিবর্তন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট্বের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বরাবরের মত এবারও অনুষ্ঠিত হবে আইপিএল। আইপিএলের এবারের আসরে শুরু হও্যারকথা ছিল ১৪ মার্চ। তবে এক সপ্তাহ পিছিয়ে তা নেওয়া হয়েছিল ২১ মার্চে। তবে সে তারিখেও শুরু হচ্ছে না আইপিএল।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইপিএল শুরুর সময় আরও একদিন পেছানো হয়েছে। ২১ মার্চের পরিবর্তে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হবে ২২ মার্চ শনিবারে। তবে শুরুর সময় একদিন পেছালেও ফাইনালের তারিখ অপরিবর্তিত থাকছে।-খবর তোলপাড়।
আগের সূচি অনুযায়ী ২৫ মে রোববার মাঠে গড়াবে আইপিএলের ফাইনাল। বরাবরের মত এবারের আসরে প্রথম ম্যাচও আয়োজিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের ঘরের মাঠে। অর্থাৎ এবারের আসরে উদ্বোধনী ম্যাচটি হবে কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। এরপর ফাইনালও হওয়ার কথা একই ভেন্যুতে।
উদ্বোধনী ম্যাচে কলকাতার প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে গত আসরে রানার্স আপ হওয়া সানরাইজার্স হায়দরাবাদও আসর শুরু করবে ঘরের মাঠে ম্যাচ দিয়ে, প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
গত তিন বছরের মতো এবারও ম্যাচ হবে ৭৪টি। পৃষ্ঠপোষক, সম্প্রচারকারী প্রতিষ্ঠানসহ সবার সাথে আলোচনা করে শীঘ্রই চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।