মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদদাতা, রাজারহাট(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ বুধবার(২২মার্চ) চার কেজি গাঁজা সহ এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানান, উপজেলার রাজারহাট বাজারের ইসলামী ব্যাংক এটিএম বুথের কাছে থেকে বুধবার(২২মার্চ) সকাল ১০ টার দিকে ইউসুফ আলী (৫২) নামের এক ব্যক্তিকে সন্দেহমূলক রাজারহাট থানা পুলিশ আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার বাজারের ব্যাগে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। পরে গাঁজা সহ ওই ব্যক্তিকে রাজারহাট থানায় নিয়ে যায়। আটক ইউসুফ আলী উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে রাজারহাট থানার এসআই অনিল চন্দ্র ও মিজানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ৪কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে রাজারহাট থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, আটক গাঁজা ব্যবসায়ী ইউসুফ আলীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে।