বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদদাতা, উলিপুর (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের উলিপুরে এক শিশু শ্রেণির ছাত্রীকে (৫) প্রতিবেশী যুবক কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে গতকাল সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উলিপুর থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের রামপ্রদাস ফকিরপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শফিকুল ইসলাম ওরফে শিবির (৪৫) গত ১৬ মার্চ সন্ধ্যায় প্রতিবেশী শিশু শ্রেণির ওই ছাত্রীকে বাড়ির সামনের রাস্তা থেকে কৌশলে তার বাড়িতে ডেকে নেয়। এরপর শফিকুল ইসলাম শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করে।
এসময় সে চিৎকার করে কান্নাকাটি শুরু করলে তার কান্নার শব্দে মা তার নাম ধরে ডাকলে শিশুটি শফিকুলের বাড়ি থেকে কান্না করতে করতে বেড়িয়ে আসে। এসময় মা’সহ প্রতিবেশীদের কাছে ওই শিশু তার ওপর নির্যাতনের কথা বর্ণনা করে। পরে শিশুটির মা গতকাল সোমবার রাতে থানায় এসে শফিকুল ইসলাম ওরফে শিবিরকে আসামি করে মামলা করেন। আজ মঙ্গলবার (২১ মার্চ) শিশুটিকে আদালতে প্রেরণ করা হয়।
উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমীন বলেন, শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।