শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে যাচাই বাছাই শুরু করেছে কাউখালী বিএনপি কু‌ড়িগ্রাম সীমা‌ন্তে বড়াইবাড়ি দিবসকে জাতীয়ভা‌বে স্বীকৃতির দাবি পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত‌্যা প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামী উধাও বেড়েছে তেল, চাল ও পেঁয়াজের দাম, কমেছে মুরগির গুলিতে নিহত হওয়ার দুইদিন পর হাসিনুরের লাশ ফের দিল বিএসএফ বাড়তে পারে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন বিডিআর হত্যাকাণ্ডের তথ্য চেয়ে তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি শনিবার লালমনিরহাট ও নীলফামারীর দু’টি জনসভায় যোগ দিবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নম্বর ক্যালেঙ্কারীতেও বহাল তবিয়তে পরীক্ষা নিয়ন্ত্রক
শুভেচ্ছা বার্তা:
ডেইলি তোলপাড় ডটকম(দৈনিক তোলপাড়) এবং আলোকিত রাজারহাট এর পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের ম্যাচ খেলার গল্প শোনাল স্ত্রী

রিপোর্টারের নাম / ৬১ টাইম ভিউ
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনুজ্জ্বল পারফরম্যান্সের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম। তবে দেশকে তিনি দিয়েছেন অনেক কিছুই। দেশের স্বার্থে কখনও ২০টি পেইনকিলার নিয়ে খেলেছেন মুশি। অথচ অফ ফর্মের কারণে তাকে নিয়ে যে সমালোচনা হয়েছে সেই সমালোচনার কারণে কেঁদে বুক বাসিয়েছেন। এমনটি বলছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।-খবর তোলপাড়।

প্রায় ১৯ বছর জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলে গত রাতে ফেসবুক পোস্টে ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

অবসরের পরদিন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টি ক্লাবের হয়ে খেলছেন মুশফিক। মিরপুরে যখন তিনি খেলছেন, সামাজিক মাধ্যমে তখন তার পরিশ্রম ও নিবেদনের কথা তুলে ধরেন স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার আলহামদুলিল্লাহ…। তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়ে খেলতে!

তিনি আরও লেখেন, কখনোই নিজের জন্য খেলোনি তুমি, বরং খেলেছো দল ও দেশপ্রেমের জন্য। ওযু না করে কখনও ব্যাট ও বল স্পর্শ করতো না, এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য।

মন্ডি লিখেছেন, তুমি পারিবারিক একজন মানুষ, আমাদের বাচ্চারা তোমার দারুণ পছন্দ করে। আশা করি শাহরোজ তোমার গুণ পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে। জানি, এটা ছিল কঠিন সিদ্ধান্ত। তবে আরও উজ্জ্বল পথচলা তোমার অপেক্ষায়। আমাদের জন্য এখনও পর্যন্ত যা করেছো, আমাদের পরিবার তাতে সবটুকু তৃপ্ত এবং এটুকুই যথেষ্ট। বাকি দুনিয়া নেতিবাচক কথা বলতে থাকুক…।

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে নিয়ে অনেক সমালোচনা হয়। সেই সমালোচনা প্রসঙ্গে মুশফিকের স্ত্রী লিখেন, দুনিয়াকে আমি এটা বলব, কাউকে এতোটা সমালোচনা করবেন না যে, প্রার্থনার আসরে বসে কাঁদতে হয় আপনাদের জন্য। আমরাও মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর