উলিপুর উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল মালেক :
কুড়িগ্রামের উলিপুরে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত (৭ মার্চ) শুক্রবার বিকাল ৪ টায় গুঞ্জন কমিউনিটি সেন্টারে উলিপুর উন্নয়ন ফোরাম আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর ও উলিপুর উন্নয়ন ফেরামের উপদেষ্টা মাওলানা মশিউর রহমান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারিকী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিষ্টার মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মু. শাহাজালাল সবুজ প্রমূখ।
প্রধান আলোচক সালেহী উলিপুরের উন্নয়নে দিক নির্দেশনা গঠনমূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, সমৃদ্ধ উলিপুর গড়ার প্রত্যয়ে আমরা প্রতিটি ঘরে ঘরে একজন করে দক্ষ মানুষ, ছাত্র তৈরি করতে চাই যে তার পরিবার, সমাজ এবং উলিপুরের উন্নয়নে অবদান রাখতে পারবে। বেকার যুবকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। রমজানের শিক্ষাগুলো ব্যক্তিগত জীবনে চর্চার পাশাপাশি রমজানের তাৎপর্য সমাজে ছড়িয়ে দিতে হবে।