রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন
নরসিংদীর রায়পুরায় ২০২২-২৩ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত “প্রযুক্তি গ্রাম- সরিষা” প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠান সোমবার সকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার ডঃ মোঃ মাহবুবুর রশিদ, জেলা বীজ প্রত্যয়ন অফিসার ডঃ মোস্তফা এমরান হোসেন, উক্ত প্রকল্পের মনিটরিং অফিসার শফিকুল ইসলাম আকন্দ এবং ডিএই নরসিংদীর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সালাহ উদ্দিন টিপু।
এছাড়া স্বাগত বক্তা ছিলেন রায়পুরার উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রায় ১০০ জন কৃষক-কৃষাণীর উপস্থিতিতে তেল জাতীয় ফসল চাষাবাদের গুরুত্ব এবং বারি সরিষা-১৭ এর নানাবিধ উৎপাদন প্রযুক্তি সম্পর্কে আলোকপাত করা হয়।