শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম

নড়াইলে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত গ্রেফতার

রিপোর্টারের নাম / ৪৯ টাইম ভিউ
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫


উজ্জ্বল রায়, নড়াইল:

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার। নড়াইলের লোহাগড়া উপজেলার ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৩৮) ও তার ভাবি শারমিন বেগমকে (৩২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুর ২ টার দিকে লোহাগড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। মামলার হবার ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ও তার সহোযোগি আসামিকে গ্রেফতার করে পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত পান্নু মোল্যা উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিনানাথপাড়া গ্রামের মো. সোনা মিয়ার ছেলে এবং তার ভাই বাবু মোল্যার স্ত্রী শারমিন বেগম।

মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ১১টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে ওই শিশু। পরে পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে যায়। এসময় তার বাড়িতে কেউ না থাকায় তাকে ডেকে নিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে পান্নু। পরে পান্নুর ভাবি শারমিন ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুকে কাউকে কিছু না বলতে নিষেধ করেন। এক পর্যায়ে শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তিনি শিশু ও তার মা’কে লোহাগড়া থানায় নিয়ে আসেন। পরে ওই শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

ওই শিশুটির বাবা মুঠোফোনে বলেন, আমার ছোট শিশুটি পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে গেলে পান্নু মোল্যা তার ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে। পরে আমরা জানতে পারি। সোমবার দুপুরে আমার স্ত্রী মামলা করেছে। মেয়ের সঙ্গে যা করিছে আমরা এর বিচার চাই।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর