শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদদাতা, রাজারহাট(কুড়িগ্রাম):
দীর্ঘ ২২ বছর পরে শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা শাখার বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
২২মার্চ বুধবার বিকালে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে মাঠে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা ছাত্র লীগ সভাপতি মো:রাজু আহমেদ।
উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সুমন রায়ের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান।
সাবেক উপজেলা ছাত্রলীগ সদস্য রাশেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা ছাত্র লীগ সাবেক সভাপতি রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামান,কুড়িগ্রাম জেলা ছাত্র লীগ সাবেক সভাপতি সাবেক উমর মজিদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার,রাজারহাট উপজেলা ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শেখ মজিবর রহমান, রাজারহাট উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম,রবীন্দ্রনাথ কর্মকার প্রমূখ।
বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা নেতৃবৃন্দ বলেন,আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজারহাট উপজেলা শাখা ছাত্রলীগ কমিটি প্রকাশ করবো।