শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে যাচাই বাছাই শুরু করেছে কাউখালী বিএনপি কু‌ড়িগ্রাম সীমা‌ন্তে বড়াইবাড়ি দিবসকে জাতীয়ভা‌বে স্বীকৃতির দাবি পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত‌্যা প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামী উধাও বেড়েছে তেল, চাল ও পেঁয়াজের দাম, কমেছে মুরগির গুলিতে নিহত হওয়ার দুইদিন পর হাসিনুরের লাশ ফের দিল বিএসএফ বাড়তে পারে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন বিডিআর হত্যাকাণ্ডের তথ্য চেয়ে তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি শনিবার লালমনিরহাট ও নীলফামারীর দু’টি জনসভায় যোগ দিবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নম্বর ক্যালেঙ্কারীতেও বহাল তবিয়তে পরীক্ষা নিয়ন্ত্রক
শুভেচ্ছা বার্তা:
ডেইলি তোলপাড় ডটকম(দৈনিক তোলপাড়) এবং আলোকিত রাজারহাট এর পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

গাজায় ইসরায়েলি হামলায় বাংলাদেশের উদ্বেগ ও তীব্র নিন্দা

রিপোর্টারের নাম / ৬৬ টাইম ভিউ
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকায় অসহায় ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলা‌দেশ সরকার। বুধবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে এ নিন্দা জানায়।-খবর তোলপাড়।

বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় পুনরায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের ফলে শিশু ও নারীসহ বেসামরিক জীবনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এই অঞ্চলে ইতোমধ্যে মারাত্মক মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। নতুন করে এই সহিংসতা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তিকে অবহেলার শামিল।

বাংলাদেশ স্পষ্টতই ইসরায়েলি বাহিনী কর্তৃক ঘনবসতিযুক্ত বেসামরিক অঞ্চলে নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাওয়ার নিন্দা করে। বাংলাদেশ সরকার ইসরায়েলকে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে এবং সর্বাধিক সংযম প্রদর্শন করে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে এর বাধ্যবাধকতাগুলোর সম্মান করার আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত জাতিসংঘকে শত্রুতা বন্ধ করতে, বেসামরিক জীবন রক্ষা করতে এবং গাজার ঘেরাও করা লোকদের মানবিক সহায়তার অবিরাম সরবরাহের সুবিধার্থে জরুরি ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

এতে আরও বলা হয়, ন্যায়বিচার এবং মানবাধিকার সম্পর্কিত নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের জন্য তার অটল সমর্থনকে পুনরায় নিশ্চিত করছে। বাংলাদেশ মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত, ন্যায়বিচার এবং দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে পুনরায় শুরু করার সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

বাংলাদেশ সমস্ত পক্ষকে কূটনীতি এবং শান্তিপূর্ণ উপায়ের পথকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ ফিলিস্তিনি প্রশ্নে একটি টেকসই সমাধান অর্জনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের রেজ্যুলেশন এবং শান্তি, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর