রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

সরকারি রাস্তা দখলভুক্তভোগীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম / ৫২ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চলাচলের সরকারি রাস্তা দখল করায় দূর্ভোগে পড়েছে কয়েকশ মানুষ। এ কারণে রাস্তা উদ্ধারে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
নাগেশ্বরী পৌরসভার ডায়নারপাড় এলাকায় রাস্তাটি দখল করেন স্থানীয় বেলাল হোসেন নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২ টার দিকে প্রায় তিন কিলোমিটার সড়ক হেঁটে উপজেলা শহরে বিক্ষোভ নিয়ে আসেন তারা। শহর ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।

স্থানীয়রা বলেন, পৌরসভার ৯ নং ওয়ার্ড ডায়নারপাড় এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা স্থানীয় বেলাল হোসেনের নেতৃত্বে বেদখল থাকায় এলাকার শতশত মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। বিষয়টি সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। স্থানীয় মাওলানা জায়েদূর রহমান বলেন, মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। অনেকে নিরুপায়। বাধ্য হয়ে আজ বিক্ষোভ নিয়ে এসেছি। উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে রাস্তা উদ্ধার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর