উলিপুরে পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আব্দুল মালেক:
কুড়িগ্রামের উলিপুরে পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র ৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উলিপুর পৌরসভার নূরপুর তেঁতুলতলা এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি রঞ্জু মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সাফা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক আব্দুস সোবহান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিন্টু মন্ডল, জাপা নেতা হোসেন আলী, রশিদ মিয়া, কোরবান আলী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র শাসনামলে শুক্রবার সাপ্তাহিক ছুটি চালু করেছেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানার কারণ বিল মাফ করে দিয়েছেন। রাস্তাঘাটের উন্নয়ন করেছেন। জাতীয় পার্টি হিংসা, অহংকার, বিদ্বেষ মারামারি রাজনীতি করিনা এবং কাউকে উৎসাহিত করি না।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।