আইপিএলের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে কলকাতা, প্রতিপক্ষ বেঙ্গালুরু

আইপিএলের চলতি আসরের প্রথম ম্যাচে টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলটির অধিনায়ক রজত পাটিদার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
কলকাতার ইডেনে প্রথমে ব্যাট করছেন আজিঙ্ক রাহানের দল।-খবর তোলপাড়।
তিন বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি আরসিবি। দু’দলেই এবার বেশ কিছু পরিবর্তন হয়েছে। নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে উভয় দলই।
ব্যাঙ্গালুরুর প্রথম একাদশে আছেন, বিরাট কোহলি, ফিল সল্ট (উইকেটরক্ষক), রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রণাল পাণ্ড্য, রাসিখ সালাম, সুযশ শর্মা, জস হ্যাজলউড, যশ দয়াল।
কেকেআরের প্রথম একাদশ সাজানো হয়েছে কুইন্টন ডিকক (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিংহ, অঙ্গকৃশ রঘুবংশী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, স্পেনসার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীকে নিয়ে।