২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে রাজারহাটে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা অফিসার্স হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবার্ কর্মকর্তা মো. মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান, উপজেলা মুক্তেযোদ্ধা ডিপুটি কমান্ডার মো. সোলায়মান আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. আব্দুর রব, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি ও যুবদলের আহবায়ক মো. আব্দুল কুদ্দুস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কুড়িগ্রাম জেলা আহবায়ক হাসান জিহাদী প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির জীবনে এক বিভিষীকাময় রাত নেমে আসে। ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঢাকাসহ সারাদেশে গণহত্যা চালায়।
তাঁরা আরও বলেন, ১৯৭১ সালে নিরীহ নিরস্ত্র বাঙালি গণহত্যা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। আগামীতে যেন এ ধরনের বর্বরোচিত হত্যাকান্ড না সংঘটিত হয়, এজন্য ২০২৪ এর গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।