বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
দুঃস্থ পরিবাররের ৫শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজারহাট ইউএনও ‌‌’বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছে নেই’ জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬জুলাই রাষ্ট্রীয় শোক কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক খাদেমূল ইসলাম মন্ডলের ২৯তম মৃত্যুবার্ষিকী নিবন্ধনের তথ্যে ঘাটতি, প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ এনসিপিসহ ১৪৪ দল ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে কুড়িগ্রামে জানিয়েছে রুহুল কবির রিজভী শেষ মুহূর্তে আটকে গেল ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর ‘ভাটির দেশ হিসাবে তিস্তা নদীর ওপর আমাদের অধিকার আছে’-রাজারহাটে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে হিন্দুদের ভবিষ্যৎ! দাখিলের ফলাফলে উলিপুরের এক মাদ্রাসায় শতভাগ ফেল, হতাশ অভিভাবকরা
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

উলিপুরে ধানক্ষেতে কৃষকের এক টকুরো দেশপ্রেম

রিপোর্টারের নাম / ৯২ টাইম ভিউ
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
Oplus_131072

আব্দুল মালেক:

ধান ক্ষেতে চারাগাছ দিয়ে মানচিত্র এঁকে এক কৃষক দেশাত্মবোধের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন। ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্রের আদলে চারা রোপন করলে তা আস্তে আস্তে মানচিত্রের আকার ধারণ করে দৃশ্যমান হয়ে উঠে। যা এলাকার মানুষের নজর কেড়েছে। ধানক্ষেতে মানচিত্র দৃশ্যমানের ঘটনাটি উলিপুর পৌরসভার পূর্ব নাওডাঙ্গা গ্রামের উলিপুর-রাজারহাট সড়কে জামতলা মোড় সংলগ্ন এলাকায়। কৃষকের নাম জাফর সাদিক। তিনি উলিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পবিত্র রমজান উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রকৃতি প্রেমিক কিছু শিক্ষার্থী ওই ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্রের পাশে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছে। এ ছাড়াও অনেক টিকটকাররা ওই জমিতে এসে রিল ভিডিও তৈরি করতে দেখা যাচ্ছে।

ছবি তুলতে আসা কলেজ পড়ুয়া শিক্ষার্থী বিশাল, হৃদয় ও শিমুল জানান, দৃশ্যটি অনেক সুন্দর। তাই দুই বন্ধু মিলে এখানে ছবি তুলতে এসেছি। আমরা আসার আগেও আমাদের অনেক বন্ধুরা ধান ক্ষেতে বাংলাদেশের মানচিত্রের পাশে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে। তাদের ফেসবুক পোস্ট দেখে এই দৃশ্য দেখার জন্য এসেছি।

স্কুল শিক্ষক জাফর সাদিক জানান, কৃষি আমার পেশা না হলেও, আমি প্রতিবছর নিজস্ব এবং জমি বর্গা নিয়ে চাষাবাদ করি। চলতি মৌসুমে ১ একর ৫০ শতক জমিতে ব্রি-১০৮ জাতের ধানের চার রোপন করেছি। বেগুনী জাতের চারা দিয়ে মানচিত্র ফুটে তোলার চেষ্টা করেছি। স্কুল জীবন থেকে দেশের স্বাধীনতা, দেশের মানুষের প্রতি একটা মায়া, সম্মান অনুভব করি। এ অনুভূতি থেকে প্রতিবছর ধান ক্ষেতে মুক্তিযুদ্ধ, মানচিত্র ফুটে তোলা চেষ্টা করি। যা দেখে প্রতিটি মানুষ, বিশেষ করে স্কুল, কলেজের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর