সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের ৫টি উপজেলায় ঈদ উদযাপন
হুমায়ুন কবির সূর্য:
সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের কয়েকটি গ্রামে আজ ঈদুল ফিতরের নামাজ অনিুষ্ঠিত হয়েছে। জেলার ৫টি উপজেলায় প্রায় সহস্রাধিক নারী-পুরুষ,শিশু কিশোর ঈদের নামাজ আদায় করেন।
সকালে ৯টায় জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা ও ছিট পাইকের ছড়া গ্রামের নারী-পুরুষ ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও ঈদের নামাজ আদায় করেন ফুলবাড়ি উপজেলা সদর ইউনিয়নের মাঝিটারী, রাজিবপুর উপজেলার করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা মাঠ, চিলমারী উপজেলার অস্টমীরচর ইউনিয়নের হাজিপাড়া দারুসুন্নাহ মাদ্রাসা ও ইতিম খানা ঈদগা মাঠ এবং রৌমারী উপজেলার গয়টাপাড়া গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন।
ভূরুঙ্গামারীর পাইকডাঙ্গা গ্রামের অনুষ্ঠিত ঈদের নামাজের ঈমাম সাইফুল ইসলাম জানান, আমরা চাঁদ দেখে সিয়াম শুরু করি এবং চাঁদ দেখে সিয়াম শেষ করে ঈদ পালন করে থাকি। পৃথিবীর যে কোন যায়গায় চাঁদ উঠলেই হলো। দুটি নিয়ম চালু আছে চাঁদ দেখা অথবা চাঁদ উঠার খবর শোনা। আমরা চাঁদ উঠার সম্পর্কের সাথে রোজা ও ঈদ পালন করে আসছি।
রাজিপুর করাতিপাড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নামাজের ইমাম আব্দুল হাকিম জানান, প্রতি বছরের ন্যায় এবারো সুন্দর পরিবেশে ঈদুল ফিতরের নামাজ আদায় সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশসিন থেকে পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে।









Chief Editor-Dipali Rani Roy