বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ অপরাহ্ন
ইউসুফ আলমগীর, সহযোগী সম্পাদক:
কুড়িগ্রামের রাজারহাটে আশ্রয়ণের ঘর পাওয়া মানুষ ও তাদের সন্তানদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ‘বীরের কন্ঠে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শিরোনামের এই আয়োজনে গল্প শোনাচ্ছেন স্থানীয় মুক্তিযোদ্ধা।
শনিবার(২৫মার্চ) দুপুরে রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজারহাট ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি আশ্রয়ণ প্রকল্পে এ আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, বীর মুক্তিযোদ্ধা মহেশ কুমার, উপজেলা তথ্য আপা সোহেলি মার্জন, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর।
আয়োজকরা জানান, মুক্তিযুদ্ধের গল্প শুনে তরুণ কিশোরসহ সকলেই শিহরিত হচ্ছেন, জানছেন এলাকায় পাক বাহিনীদের প্রতিরোধের ইতিহাস। বিশেষ করে স্থানীয় ছোট ছোট মুক্তিসংগ্রামের ইতিহাস তারা জানছেন। অনুপ্রাণিত হচ্ছেন। এই আয়োজন ধারাবাহিক ভাবে চলবে বলেও জানান আয়োজকরা।