মারা গেল উলিপুরে তবকপুর ইউপি চেয়ারম্যান

আব্দুল মালেক :
কুড়িগ্রামের উলিপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও তবকপুর ইউনিয়ন পরিষদের চার বারের সাবেক সফল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদার রহমান বকুল মারা গেছেন।
সোমবার (৩১ মার্চ) সকাল ৬টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯ টায় ওই ইউনিয়নের গ্ৰামের বাড়ি সংলগ্ন সাদুল্লা সরকারপাড়া মোস্তফাবিয়া ফাজিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সাফা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক আব্দুস সোবহান, উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়া রহমান মুন্সি, সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান বি.এম আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিন্টু মন্ডল, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।