রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

ঈদের দীর্ঘ ছুটিতেও পিরোজপুরে পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সেবা প্রদান

রিপোর্টারের নাম / ৫৬ টাইম ভিউ
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

তামিম সরদার,পিরোজপুর :

এ বছর পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ জেলার ৪ টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং জেলার ৫২ টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়। জেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিকালীন সময়ে শুক্রবার থেকে বৃহস্পতিবার পিরোজপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সমূহে ২৪ ঘন্টা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম চলমান ছিলো।

পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ নিরলসভাবে পরিবার পরিকল্পনা বিভাগের নির্দেশনা মোতাবেক বিভিন্ন সেবা প্রদান করে। সেবাগুলোর এর মধ্যে এএনসি, পিএনসি, এনভিডি, আইইউডি, ইনজেকশন, কনডম, সুখী সেবা দেয়া হচ্ছে। এছাড়াও পরিবার পরিকল্পনার স্বাভাবিক প্রসব, সাধারণ রোগী সেবা, কিশোর-কিশোরী সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা উল্লেখযোগ্য।

পিরোজপুর সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা প্রদান করা ডা. হংসপতি সিকদার জানান, ঈদের বন্ধের ভিতরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৩ জনকে সাধারণ প্রসব করানো হয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে প্রায় অর্ধশত গর্ভবতী মা’কে গর্ভকালীন সেবা ও পরামর্শ প্রদান করা হয়, প্রায় ৪৫ জন মা’কে প্রসব উত্তর সেবা প্রদান করা হয়, ২৫ জন শিশুকে সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়াও পরিবার পরিকল্পনা পদ্ধতিভিত্তিক সেবা প্রদান করা হয়। এছাড়াও পরিবার পরিকল্পনার স্বাভাবিক প্রসব, সাধারণ রোগী সেবা, কিশোর-কিশোরী সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। ঈদের ছুটির সময় জরুরী এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর