চিলমারীতে ৬ জুয়ারি আটক

আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের চিলমারীতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ। রবিবার (০৬ এপ্রিল) রাতভর এ অভিযান চালায় পুলিশের একটি টিম। পরে আজ সোমবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান।
আটককৃতরা হলেন, বাবলু মিয়া(৫০), সাইদুল ইসলাম(৪০), আমিনুল ইসলাম(৪০), বিজু মিয়া(৩৬), মুন্না মিয়া(৪৬), মোহাব্বত আলী(৩৬)। তারা চিলমারী উপজেলার থানাহাট ও রমনা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার এলাকায় জুয়া খেলা অবস্থায় দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ এক হাজার ৭২০ টাকা ও জুয়া খেলার সামগ্রি উদ্ধার করা হয়।
অপরদিকে থানাহাট ইউনিয়নের বালাবাড়ি মোড় এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় আরো চার জুয়ারিকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে জুয়ার দুই হাজর ৮০ টাকাসহ জুয়া খেলার সামগ্রি জব্দ করে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে উদ্ধারকৃত মালামাল থানা কোষাগারে জমা রাখা হয়েছে।##