সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

রিপোর্টারের নাম / ৪১ টাইম ভিউ
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫


সংবাদদাতা, গঙ্গচড়া(রংপুর):

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে মাহিম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার লক্ষ্মটারী ইউনিয়নের মহিপুর এলাকার তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।

মাহিম উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাচড়া মধ্যপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। সে চেংমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত। জানা গেছে, দুপুরে বাড়িতে না জানিয়ে মাহিম তার বন্ধুদের সঙ্গে নদীপাড়ে ফুটবল খেলতে যায়। সেখানে ফুটবল খেলার পর অনেকে তিস্তায় গোসলে নামে। তবে গোসল করে সবাই ফিরলেও মাহিমের সন্ধান পায়নি তার বন্ধুরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুঁজির পর মাহিমকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু রায়হান বলে, আমরা ১০ জন একসঙ্গে নদীতে ফুটবল খেলতে যাই। পরে আমরা কয়েকজন গোসল করতে পানিতে নামি। মাহিম সাঁতার জানত না। তাই তাকে আমরা নামতেও দিইনি। কিন্তু সবার অগচরে সে পানিতে নামে। আমরা উঠে দেখি সে নাই। পরে অনেক খোঁজাখুঁজি করার পর পানি খেকে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসি। কিন্তু ততোক্ষণে মাহিমের মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান বলেন, তিস্তা নদী গোসল করতে নেমে পানিতে ডুবে মাহিম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এটি অপমৃত্যু মামলা হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর