সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

২ ঘণ্টা কমলো জাতীয় সংসদ নির্বাচনে মাইকের প্রচারণা

রিপোর্টারের নাম / ৬৯ টাইম ভিউ
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাইকের প্রচারণা কমছে দুই ঘণ্টা। নতুন প্রস্তাব অনুযায়ী রাত ৮টার পরিবর্তে সন্ধ্যা ৬টার মধ্যে মাইকে নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে। অর্থাৎ নতুন নিয়ম বাস্তবায়ন হলে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাইকে প্রচারণা করা যাবে। এ সংক্রান্ত আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।-খবর তোলপাড়।

সবার জন্য সমান সুযোগ নিশ্চিতসহ প্রচারণায় পোস্টার না রাখার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। এখন তা অনুমোদনের জন্য নির্বাচন কমিশন সভায় উপস্থাপন করা হবে।

আচরণ বিধিমালায় খসড়া প্রস্তাবে দেখা গেছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি প্রচারণাকালে কোনো নির্বাচনি এলাকায় মাইক বা শব্দের মাত্রা বেশি ব্যবহার করা যাবে না। দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে। কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ২০ অনুসারে প্রতীক বরাদ্দের পূর্বে জনসংযোগ এবং ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি প্রচারণা ব্যতীত অন্য কোনো প্রকার প্রচার-প্রচারণা শুরু করতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর