কুড়িগ্রামে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সংবাদদাতা, কুড়িগ্রাম:
বাঙালির ঐতিহ্য বাংলা নববর্ষ-১৪৩২-কে উৎসবমুখর পরিবেশে বরণের লক্ষে কুড়িগ্রামে বর্ষর্বরণের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা এতে সভাপতিত্ব করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়,পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক (রিজার্ভ),জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: নিজাম উদ্দিন,জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু,হাসিবুর রহমান হাসিব,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর,সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট,জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সংগঠক মুকুল মিয়া,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।সভার সিদ্ধান্ত অনুযায়ী বর্ষর্বরণের দিন সকাল ৮টায় আই লাভ কুড়িগ্রাম চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনাসভা ও দিনব্যাপী লোকজ মেলার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও উপস্থিত সকলের সামনে বিভিন্ন বর্ষবরণ উদযাপনে বিভিন্ন উপ-কমিটি গঠনসহ তা প্রকাশ করে জেলা প্রশাসন।