উলিপুরে ফিলিস্তিনকে রক্ষা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

আব্দুল মালেক:
কুড়িগ্রামের উলিপুরে ফিলিস্তানকে রক্ষা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে তাওহীদি মুসলিম জনতার ব্যানারে মসজিদুল হুদার সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদার সামনে এসে সমবেত হয়।
তৌহীদি জনতার পক্ষে মাহফুজর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতী শাহাদত বীন সাফী , পাঁচপীর বাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাসুদুর রহমান, চিলমারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল জলিল, বাংলাদেশ জামায়েত ইসলামি উলিপুর উপজেলা শাখার আমীর মাওলানা মশিউর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা শাখার জয়েন সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, শিক্ষার্থী মুকুট ও বিথী। বিক্ষোভ মিছিলে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ বিভিন্ন ধরনের প্লাকার্ড ব্যানারে উপস্থিত হয়।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনকে রক্ষার জন্য মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বানসহ ইসরায়েলি পণ্য বর্জনের অনুরোধ জানান। এছাড়াও ওআইসি ও জাতিসংঘের প্রতি ধিক্কার জানান। দোয়া পরিচালানা করেন, মাওলানা মোঃ মহেব্বুল হাসান করিমী।