শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে যাচাই বাছাই শুরু করেছে কাউখালী বিএনপি কু‌ড়িগ্রাম সীমা‌ন্তে বড়াইবাড়ি দিবসকে জাতীয়ভা‌বে স্বীকৃতির দাবি পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত‌্যা প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামী উধাও বেড়েছে তেল, চাল ও পেঁয়াজের দাম, কমেছে মুরগির গুলিতে নিহত হওয়ার দুইদিন পর হাসিনুরের লাশ ফের দিল বিএসএফ বাড়তে পারে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন বিডিআর হত্যাকাণ্ডের তথ্য চেয়ে তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি শনিবার লালমনিরহাট ও নীলফামারীর দু’টি জনসভায় যোগ দিবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নম্বর ক্যালেঙ্কারীতেও বহাল তবিয়তে পরীক্ষা নিয়ন্ত্রক
শুভেচ্ছা বার্তা:
ডেইলি তোলপাড় ডটকম(দৈনিক তোলপাড়) এবং আলোকিত রাজারহাট এর পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

এসএসসি পরীক্ষা: ফরম পূরণ করেও প্রথম দিনে পরীক্ষায় অনুপস্তিত ২৭ হাজার পরীক্ষার্থী

রিপোর্টারের নাম / ৪৭ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বৃহস্পতিবার(১০এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে । ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। অর্থাৎ তারা পরীক্ষার জন্য ফরম পূরণ করেও পরীক্ষা দেয়নি। আর প্রথম দিনে অসদুপায়ের জন্য বহিষ্কৃত হয়েছে ২২ জন পরীক্ষার্থী।-খবর তোলপাড়।

পরীক্ষা শেষে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রথম দিনের এসব তথ্য জানানো হয়েছে। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির দায়িত্বে আছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।
আগামী ৩৫ দিনের জন্য সব কোচিং সেন্টার বন্ধ

এবার সারা দেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। গতবারও তার আগের বছরের চেয়ে প্রায় ৪৮ হাজার পরীক্ষার্থী কমেছিল।

তবে আজকের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ২৭ হাজার ৭৭৮ জন (অনিয়মিত পরীক্ষার্থীদের কেউ কেউ এক বা একাধিক বিষয়ে পরীক্ষা দেয়, ফলে প্রথম দিনে সবার পরীক্ষা থাকে না)। তাদের মধ্যে আজকের পরীক্ষায় অংশ নেয় ১৭ লাখ ৮৫০ জন।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে। এই বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থী ৯ হাজার ৬২৩ জন। বাকিদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৩ হাজার ৪৯৬ জন, রাজশাহীতে ১ হাজার ৬২২ জন, কুমিল্লায় ২ হাজার ৫৫৩ জন, যশোরে ১ হাজার ৮০০ জন, চট্টগ্রামে ১ হাজার ১৭৩ জন, সিলেটে ৮৭৮ জন, বরিশালে ১ হাজার ৩৩ জন, দিনাজপুরে ১ হাজার ৩৪১ জন, ময়মনসিংহে ৮৪২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী রয়েছে।

অন্যদিকে বহিষ্কৃত হওয়া শিক্ষার্থীদের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ১০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন দুজন পরীক্ষার্থী রয়েছে।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৯ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী। এ বছর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ ছাড়া গত বছর অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার হয়েছিল ২৪ জন পরীক্ষার্থী।

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, সরকার সচেতনভাবে কাজ করায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় এখনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। উপদেষ্টা আজ রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় এ কথা বলেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। উপদেষ্টা ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয় ও মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রও পরিদর্শন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানান শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, গুজব পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মানসিকভাবে চাপে ফেলে দেয়। সরকার সচেতনভাবে কাজ করায় এবার এখনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। সামনের দিনগুলোয়ও এ বিষয়ে সাংবাদিক, অভিভাবকসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর