সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮ দাবি

রিপোর্টারের নাম / ৪৪ টাইম ভিউ
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই’র (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করাসহ মোট আট দফা দাবি জানিয়েছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা।

রবিবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এই দাবিগুলো জানিয়েছেন। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। -খবর তোলপাড়।

তাদের দাবিগুলো হলো-

ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ দিতে হবে; উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে; কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে; কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।

সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদ দের জন্য সংরক্ষিত করতে হবে; ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারী চাকুরীর ক্ষেত্রে নূন্যতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে; কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের কে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকুরীতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের শিক্ষার সকল কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায়ে আমরা রাজপথে থাকবো। আমরা অনুদান নয়, অধিকার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর