রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাসে ৬০০ টাকায় যতবার খুশি ট্রেনে ঢাকা যাতায়াত জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় জব্দ বিস্ফোরক পরীক্ষা করতে গিয়ে বিস্ফোরণে কমপক্ষে নিহত ৯ বাংলাদেশে তীব্র হচ্ছে অবৈধ অস্ত্রের ঝনঝনানির শঙ্কা ‘কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ শ্রীবরদীতে প্রজন্ম বাতিঘর গ্রন্থাগার উদ্বোধন ফেনীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষকদের ভূমিকা শীর্ষক সভা ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফেনীতে টাইফয়েড টিকা পেলো ৪ লাখ ২২ হাজার শিশু পঞ্চগড়-২ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন শিশির আসাদ কুড়িগ্রাম ১ আসনে ডাঃ ইউনুছ আলী’র মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

হাভার্ডকে ২ বিলিয়ন ডলারের অর্থ সহায়তা স্থগিত করল ট্রাম্প

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত দুই বিলিয়নের বেশি ডলারের অর্থায়ন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ হার্ভার্ডের কাছে বেশ কিছু দাবি জানিয়ে একটি তালিকা পাঠিয়েছিল। তবে তারা এসব দাবি প্রত্যাখ্যান করেছে।-খবর তোলপাড়।

হোয়াইট হাউজ জানায়, ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করতে তারা এ দাবিগুলো জানিয়েছে। যারমধ্যে আছে নিয়োগ, ভর্তি এবং পাঠদানে পরিবর্তন।

প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প ও তার সরকার অর্থায়ন স্থগিতের হুমকি দিয়ে এলিট বিশ্ববিদ্যালয়গুলোকে পরিবর্তন করার চেষ্টা করছেন।

বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় গত সোমবার ট্রাম্পের শর্ত প্রত্যাখ্যান করে। তারা দাবি করে, হোয়াইট হাউজ তাদের ‘কমিউনিটিকে নিয়ন্ত্রণ’ করার চেষ্টা করছে।

সরকারের দাবি মেনে নিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকটা পরিবর্তন হয়ে যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ নিয়ন্ত্রণ সরকারের হাতে ছেড়ে দিতে হবে বলে মত সংশ্লিষ্টদের।

গত শুক্রবার সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস হোয়াইট হাউজ থেকে পাঠানো চিঠিটি প্রকাশ করে। এতে বলা হয়, কেন্দ্রীয় সরকারের অর্থায়ন পেতে ‘বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের এবং নাগরিক অধিকার’ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

হোয়াইট হাউজ থেকে যেসব দাবি করা হয়েছে তারমধ্যে রয়েছে—

১. আমেরিকান মূল্যবোধের প্রতি যেসব শিক্ষার্থী ‘শত্রুতাপূর্ণ’ তাদের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট দিতে হবে।

২. নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ‘দৃশ্যমান বৈচিত্রপূর্ণ’

৩. যেসব বিভাগ থেকে সবচেয়ে বেশি ইহুদিবিদ্বেষ ছড়ানো হয় সেখানে সরকার সমর্থিত বাহ্যিক কমিটিকে নিয়োগ দিতে হবে।

৪. ফ্যাকাল্টি স্টাফরা চৌর্যবৃত্তি করছেন কি না সেটি পরীক্ষা করা।

৫. এছাড়া ফিলিস্তিনের পক্ষে যেসব আন্দোলন হয়েছে সেখানে আইনের লঙ্ঘন হলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

হোয়াইট হাউজের এসব দাবি প্রত্যাখ্যান করে হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গার্বার বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা সরকারের কাছে অর্পণ করবে না। তিনি বলেছেন, যদিও কিছু দাবি ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়ার জন্য জানানো হয়েছে। তবে বেশিরভাগ দাবিই করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর