
সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোমানা আফরোজ রিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় নিজ বসত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পরীক্ষার্থী রোমানা আফরোজ রিয়া উপজেলার কাশীপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রবের মেয়ে। সে এ বছর গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছিল।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ভালো দিতে না পারায় রিয়ার মন ভারি ছিল। সেই মানসিক যন্ত্রণা থেকে রিয়া ‘আত্মহত্যা’ করেছে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরার পর মন খারাপ করে নিজ রুমে ছিল। সন্ধ্যায় তার মা ডাকার জন্য গেলে দরজা বন্ধ পান।
কোনও সাড়াশব্দ না পাওয়ায় ধাক্কা দিয়ে দরজা খোলেন। ততক্ষণে ঘরের আড়ায় ওড়না পেঁচানো অবস্থায় রিয়ার মরদেহ ঝুলছিল। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘বাবা মায়ের একমাত্র মেয়ে। পরীক্ষা ভালো দিতে না পারায় মনের কষ্ট থেকে আত্মহত্যা করেছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে।’
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com