বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ অপরাহ্ন
সংবাদদাতা, ডুমুরিয়া (খুলনা):
ডুমুরিয়ায় নরনিয়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে আব্দুর রহিম (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার(২৭মার্চ) ধর্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে ওই স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়।
জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামের রাশিদুল বিশ্বাসের ছেলে লম্পট আব্দুর রহিমের (২০) কুদৃষ্টিতে পড়ে একই এলাকার ৮ম শ্রেণির এক ছাত্রী (১৪)।
ঘটনার রাতে ধর্ষক রহিম মেয়েটির বাড়ির পাশে ওতপেতে ছিলো। প্রকৃতির ডাকে মেয়েটি ঘর থেকে বের হলে মেয়েটিকে মুখ চেপে ধরে বাড়ির পাশে একটি পরিত্যাক্ত বাসায় নিয়ে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে রহিমের বিরুদ্ধে। একপর্যায়ে মেয়েটির বাবা-মা টের পেয়ে এবং প্রতিবেশীদের সহায়তায় তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় ভিকটিম পরিবার থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানা অফিসার ইনচার্জ মো. শেখ কনি মিয়া জানায়, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। এবং একাজে সহায়তাকারী অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।