বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন ফেনীর আলোচনা সভা অনুষ্ঠিত
কামরুল হাসান লিটন, ফেনী:
বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন ফেনীর আয়োজনে ফেনী প্রেসক্লাবে শনিবার(৩ মে) দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিক ইউনিয়ন ফেনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী ও গাজী হাবিবুল্লাহ মানিক, কানাডা বিএনপির সহ-সভাপতি এস,এম হুমায়ুন পাটোয়ারী, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইয়াছিন সুমন, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ফরায়েজি, দপ্তর ও প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সাপ্তাহিক ফেনীর গৌরব সম্পাদক কামাল উদ্দিন ভূঞাঁ, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক নুর নবী জীবন, সাপ্তাহিক উদয় পত্রিকার সম্পাদক সাঈদ খান, দৈনিক দূর্বার সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আক্তার চ্যানেল টুয়েন্টি ফোর এর ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন,সাংবাদিক ইউনিয়ন ফেনীর ইসি কমিটির সদস্য ও কালেরকন্ঠের জেলা প্রতিনিধি কামরুল হাসান লিটন ও এম,এ হাসান, টিভির জেলা প্রতিনিধি জাফর উল্লাহ, এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইকবাল হোসেন, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সোনাগাজী প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল আলম হিরন,সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদুল ইসলাম, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, দৈনিক মুক্তবানীর জেলা প্রতিনিধি আবরার হোসেন চৌধুরী,স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি আলা উদ্দিন সবুজ,আজকের দর্পন ফেনী প্রতিনিধি রাজিব মাসুদ,আলোকিত সকালের পরশুরাম প্রতিনিধি রোশনা আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা সাংবাদিকদের ভয়ের পরিবেশ মুক্ত কর্মক্ষেত্রের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।









Chief Editor-Dipali Rani Roy