কাশ্মীর সীমান্ত: ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

বিতর্কিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্তে ভারতের ৫০ জন সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৮মে) পাকিস্তানের সংসদে এমপি উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন পাকিস্তানের তথ্য মন্ত্রী আতাউল্লাহ তারার।
তিনি বলেন, কাশ্মীরের লাইন অব কন্টোল (এলওসি) বরাবর পাকিস্তানের সেনাদের সাথে সংঘর্ষে ভারতের অন্তত ৪০ থেকে ৫০ জন সেনা নিহত হয়েছে।-খবর তোলপাড়।
তবে, ভারত এ দাবির বিষয়ে কোন মন্তব্য করেনি।
অন্যদিকে ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা শতাধিক। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে এমন তথ্য জানিয়েছেন। পহেলগাম হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারত।
রাজনাথ সিং আরও জানিয়েছেন, ভারতের এই অপারেশন চলমান। অর্থাৎ যে কোনো হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত।
এদিকে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সফট-কিল (কারিগরিভাবে) ও হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে) পদ্ধতিতে এখন পর্যন্ত ২৫টি ভারতীয় হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে। যেগুলো ইসরায়েলে তৈরি।
সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে।